|
||
আগামী ৬ই ডিসেম্বর, ২০২৪, “Understanding and Working with Dissociation in Clinical Practice” ওয়ার্কশপটি মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০০ টাকা
ডিসোসিয়েশন এমন একটি জটিল মানসিক সমস্যা, যা নিয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য সেবাদানকারীদের নানাবিধ প্রশ্ন। কিভাবে চিহ্নিত করি ডিসোসিয়েশন?
ইদানীং বা বেশ কিছুদিন ধরে আপনার ক্লায়েন্টের কি এমন হয়েছে যেঃ
• অতীতের বা ইদানীং ঘটে যাওয়া কোনো ঘটনার পুরোটা স্মরণ করতে পারছেন না।
• নিজের অনুভূতি, চিন্তা, আচরণ, অভিজ্ঞতাকে নিজের মনে হচ্ছে না।
• হঠাৎ নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে বা শরীরের কোনো অংশ অসার বোধ হচ্ছে।
• কোনো জায়গায় এসেছেন কিন্ত কিছুতেই স্মরণ করতে পারছেন না যে কীভাবে এখানে এসেছেন।
• মনে হচ্ছে সময় খুব দ্রুত বা খুব ধীরে যাচ্ছে।
• নিজের সাথে কিছু একটা হয়েছে। কিন্তু তার মনে হচ্ছে সেটা তার সাথে হয়নি, অন্য কারো সাথে ঘটেছে তার সামনে।
• তার চারপাশের মানুষকে অবাস্তব মনে হচ্ছে।
• যা কিছু ঘটে চলেছে সেটা বর্ণনা করার মত ভাষা বা সাধ্য তার জানা নাই।
• মনে হচ্ছে তার একাধিক সত্তা আছে, তাদের আলাদা আলাদা চিন্তা, অনুভূতি, আচরণের ধরন, বিশ্বাস রয়েছে৷
এসবই হচ্ছে ডিসোসিয়েশনের উপসর্গ। এই সমস্যায় ভোগা মানুষগুলো নিজের ব্যাপারে ভীত এবং বিভ্রান্ত হয়ে পরতে পারে। ব্যক্তি ও কর্মজীবনে নানা জটিলতার সৃষ্টি হতে পারে।
এই ওয়ার্কশপের উদ্দেশ্য হল এই সমস্যার লক্ষণগুলো জানা, সমস্যার কারণ বোঝার চেষ্টা করা ও সেই সাথে এর প্রতিকার কি আছে সেটা জানা। এ সমস্যা নিয়ে বিভ্রান্তি দূর করা ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে যোগ দিন এ ওয়ার্কশপে।
তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৪
সময়ঃ সকাল ৯টা – বিকাল ৫টা
লোকেশনঃ রুম ৫০৪০, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন ফিঃ
Mental Health Professionals – TK 2500
BCPS Members – TK 2000
Students of Psychology – Tk 1000
Online Registration এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
বিকাশ নাম্বারঃ 01706-520948 (Send money)
যেকোনো প্রশ্ন বা বিস্তারিত জানতে যোগাযোগের নম্বরঃ 01759-399879
Offline Registration:
৫০৪০, নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা – বিকাল ৪:৩০ টা।
!! ️ সীমিত আসন উপলব্ধ !! ️
অপেক্ষা করবেন না এবং এই আকর্ষণীয় সুযোগটি গ্রহণ করার জন্য এখনই আপনার জায়গা নিশ্চিত করুন!
|