যেকোনো শারীরিক সমস্যার মতোই মানসিক সমস্যাকেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা জরুরি। সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ, যা অনেকেই অবহেলা করে এড়িয়ে চলেন।
সিজোফ্রেনিয়া রোগীরা সকলেই প্রায় বাস্তববিমুখ অথবা বাস্তবজগত থেকে বিচ্ছিন্ন ।
উদারণসরূপ, তারা এমন কিছু শব্দ শুনতে পান অথবা দেখতে পান, যা অন্য কেউ শুনতে বা দেখতে পান না ।
আবার এমনও মনে হতে পারে, তাদের শরীরের চামড়ার ভিতর দিয়ে কিছু হাঁটছে ।
সমাজ জীবনে খাপ খাওয়াতে না পারা, একাকীত্বের জীবন বেছে নেয়া। নিজের আবেগ প্রকাশ করতে না পারা, এসব সিজোফ্রেনিয়ার লক্ষণ। ।
অনেকেই সিজোফ্রেনিয়া রোগীদের কে ভূত প্রেতের আছর বলে ব্যাখ্যা করেন । সেইসব রোগীকে শিকলে বেঁধে বা ওঝা মাধ্যমে তা ছাড়ানোর চেষ্টা করে । এতে রোগীর আরও খারাপ হওয়ার সম্ভবনা থাকে
এবং রোগীর প্রতি অবিচার করা, এমনকি অত্যাচারও বটে ।
সিজোফ্রেনিয়া কিন্তু ম্যানেজেবল। আর সিজোফ্রেনিয়ার ম্যানেজমেন্ট নিয়েই আমাদের ওয়ার্কশপ “Psychological management of Schizophrenia” ।
আমাদের ওয়ার্কশপ এর উদ্দেশ্য:
➡️ সিজোফ্রেনিয়ার বিভিন্ন ধরণ নিয়ে আলোচনা
➡️সিজোফ্রেনিয়ার লক্ষণ গুলো নিয়ে বিস্তারিত জানা
➡️ সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট
➡️ কিভাবে সাইকোলজিকালি সিজোফ্রেনিয়া ম্যানেজ করা যায় সে সম্পর্কে জানানো
➡️ সাইকোলজিক্যাল বিভিন্ন টেকনিক ও স্কিল গুলো সর্ম্পকে বিস্তারিত আলোচনা।
ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে।
তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
সময়ঃ দুপুর ২ টা- বিকাল ৫ টা
লোকেশনঃ রুম ৫০৪০, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন ফিঃ
Professionals – TK 1500
BCPS Members- TK 1000
Students – TK 1000
Online Registration এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
বিকাশ নাম্বারঃ 01706-520948 (Send money)
Offline Registration:
৫০৪০, নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা – বিকাল ৪:৩০ টা।
এছাড়া যে কোনো প্রশ্ন বা বিস্তারিত জানতে যোগাযোগের নম্বরঃ
01759-399879
!! ️ সীমিত আসন উপলব্ধ !! ️
অপেক্ষা করবেন না এবং এই আকর্ষণীয় সুযোগটি গ্রহণ করার জন্য এখনই আপনার জায়গা নিশ্চিত করুন ।