বন্ধুরা, আমাদের “মনের যত কথা” লাইভে এই শুক্রবার থাকছেন শামীমা আক্তার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মোছা.অনামিকা ইয়াসমিন, প্রভাষক, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সপ্তাহের আলোচ্য বিষয়- ‘প্যারেন্টিং: সহজ নাকি কঠিন’। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোন প্রশ্ন করতে পারেন আপনি। আমাদের বিশেষজ্ঞরা উত্তর দিবেন। প্রশ্নটি আগে থেকে করে রাখলে সেটা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে। আমাদের সাথেই থাকুন। সুন্দর আগামী গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
লাইভ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২৫ই ডিসেম্বর, (শুক্রবার),২০২০, রাত ০৯:০০ টায়।
পোস্টটি শেয়ার করে অন্যদেরও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে সাহায্য করুন। এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য অনুগ্রহ করে সোসাইটির ফেসবুক পেজ (fb.com/bcps.org.bd) এবং ওয়েবসাইট (http://bcps.org.bd/) ভিজিট করুন ও অন্য বন্ধুদের ভিজিট করতে ও লাইক করতে উৎসাহিত করুন। আপনার এই উদ্যোগ এদেশের মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে সচেতনতা তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।