‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস–২০২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) ১৯৯৭ সাল থেকে দিবসটি যৌথভাবে পালন করছে। প্রতিবছরের ন্যায় এবছরও দিবসটি ঘিরে ওয়েবিনার, ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা, মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা মেলা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে আগামী সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল (কক্ষ নং– ৫০৪০, কলা ভবন), অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের সম্মুখে (কার্জন হল এলাকায়) এবং বিজয় একাত্তর হলের সম্মুখে ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে।