বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪১০ অক্টোবর - ২১ ডিসেম্বর, ২০২৪
‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) ১৯৯৭ সাল থেকে যৌথভাবে দিবসটি নিয়মিত পালন করছে। এরই ধারাবাহিকতায় এবছরও দিবসটি উদ্যাপন উপলক্ষে এবং দেশের সর্বস্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বিসিপিএস। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ওয়েবিনার, মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও ফ্রি কাউন্সেলিং সেবা, মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা মেলা, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি করা, মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে আগ্রহী করা ও ভবিষ্যৎ ঝুঁকি কমিয়ে আনা। সম্পূর্ণ কার্যক্রম ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হবে।